১৮ জানুয়ারি, ২০১৯ ২০:৫৭

কুমিল্লাকে ১৮২ রানের টার্গেট দিল খুলনা

অনলাইন ডেস্ক

কুমিল্লাকে ১৮২ রানের টার্গেট দিল খুলনা

ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০তম ম্যাচে টস জিতে খুলনা টাইটানসকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুক্রবারের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লার বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে।

টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন খুলনার ওপেনার জহুরুল ইসলাম অমি। দ্বিতীয় উইকেটে আল আমিন-জুনায়েদ ৭১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেন । ১৯ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় আল আমিন ৩২ রান করে বিদায় নেন। তাকে ফেরানন শহীদ আফ্রিদি। পরে মাহমুদউল্লাহকেও ফেরান আফ্রিদি। আউট হওয়ার আগে ৯ বলে ২ ছক্কায় ১৬ রান করেন খুলনার অধিনায়ক।

১৬তম ওভারে রানআউটে কাটা পড়েন জুনায়েদ সিদ্দিকি। তার আগে ৪১ বলে ৪টি করে চার ছক্কায় ৭০ রান করেন তিনি। এরপর ডেভিড মালানের ২৫ বলে ২৯, আরিফুল হকের ৯ বলে ১৩ রান ও কার্লোস ব্র্যাথোয়েথের ৯ বলে ১২ রানের ওপর ভর করে ২০ ওভারে ১৮১ রান করে খুলনা।

কুমিল্লার পক্ষে শহীদ আফ্রিদি ৪ ওভারে ৩৫ রানের বদলে ৩ উইকেট নেন। ২ উইকেট নেন ওয়াহাব রিয়াজ।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

সর্বশেষ খবর