১৯ জানুয়ারি, ২০১৯ ২১:২১

বিপিএলে এবার রেকর্ড গড়ল চিটাগং

অনলাইন ডেস্ক

বিপিএলে এবার রেকর্ড গড়ল চিটাগং

চলতি বিপিএলে প্রথমবারের মতো দুইশ রানের গন্ডি পার করল চিটাগং ভাইকিংস। হারের বৃত্তে ধুঁকতে থাকা খুলনা টাইটান্সের সামনে রানের পাহাড় তুলে দিলো তারা। জয় পেতে খুলনাকে করতে হবে ২১৫ রান। মাত্র ৩ রানের জন্য বিপিএলের সর্বোচ্চ দলীয় রানের রেডর্ক ছুঁতে পারল না মুশফিকের দল।

২০১৩ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের করা ২১৭ রান এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সে হিসেবে চিটাগংয়ের ২১৪ রানই বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।

সিলেট পর্বের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে এ সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেনি তার বোলাররা। যদিও শুরুতেই ওপেনার ক্যামেরন ডেলপোর্টকে ১৩ রানে ফেরান শরিফুল ইসলাম। 

এরপর মোহাম্মদ শেহজাদ ফেরেন ৩৩ রানে। তবে তারপর ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান অধিনায়ক মুশফিকুর রহিম। ইয়াসির করেন ৫৪ রান। ২৯ বলে অর্ধশতক হাঁকানো মুশফিক ফেরেন ৫২ রানে। শেষ দিকে ঝড় তোলেন দাসুন সানাকা। ১৭ বল খেলে তিনি অপরাজিত থাকেন ৪২ রানে।

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৯/আরাফাত

সর্বশেষ খবর