২১ জানুয়ারি, ২০১৯ ০৯:৩৭

সোহানের আদর্শ ধোনি-গিলক্রিস্ট

অনলাইন ডেস্ক

সোহানের আদর্শ ধোনি-গিলক্রিস্ট

সংগৃহীত ছবি

পুরোপুরি জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। কোয়ালিফায়ার বা এলিমিনেটর পর্বে খেলবে কারা তা এখনো নিশ্চিত হয়নি। তবে সুবিধাজনক অবস্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। একটু পিছিয়ে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানস। সোমবার থেকে শুরু হচ্ছে বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব।

বিপিএলের চলতি আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে দারুণ সময় পার করছেন কাজী নুরুল হাসান সোহান। বিশেষ করে উইকেটের পেছনে তার পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেট সমর্থকদের। দারুণ এই পারফরম্যান্সের পেছনের কারণ জানালেন নিজেই।

রবিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে সোহান বলেন, ‘আমার কাছে মনে হয় ধারাবাহিকতা রক্ষা করে পারফর্ম করতে পারা গুরুত্বপূর্ণ, সেই চেষ্টা করি। আজ করলাম কাল আবার মিস হয়ে যেতে পারে। মিস হবেই, এটাই স্বাভাবিক। চিন্তা থাকে ওভার কনফিডেন্ট না হওয়া, এটা আমার জন্য খারাপ জিনিস। আমি নিজেকে নিজের জায়গায় রাখি। আজ যা করতে পেরেছি কালও যেন সেটা করতে পারি।’ 

নিজের উইকেটরক্ষকের উন্নতির ব্যাপারে সোহান আরও বলেন, ‘ধোনির সাথে কয়েকবার কথা হয়েছে। আমি তার ভিডিও গুলো দেখি। আগে গিলক্রিস্ট যখন খেলত তাকে ফলো করতাম। আমি ইউটিউব দেখি কোনটা আমার সাথে সুট করবে। সেটাই সবচেয়ে বড় কথা। আমার জন্য অনুশীলনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খারাপ সময় আসলেও অনুশীলন করে ফেরা যায়।’

এ সময় তিনি বলেন, ‘আমি সবসময় কিপিং উপভোগ করার চেষ্টা করি। হয়তো কোনো সময় ভালো হয়, কোনো সময় খারাপ হয়। সবসময় নিজের সামর্থ্যের শতভাগ দেয়ার চেষ্টা করি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর