২২ জানুয়ারি, ২০১৯ ১৫:২১

রংপুরের টার্গেট ১৮২ রান

অনলাইন ডেস্ক

রংপুরের টার্গেট ১৮২ রান

ফাইল ছবি

বিপিএলের চলতি আসরে নিজেদের অষ্টম ম্যাচে আজ খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে খুলনা করেছে ১৮১ রান। অর্থাৎ রংপুরের টার্গেট ১৮২ রান। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১টা ৩০ মিনিটে।

ষষ্ঠ আসরের লিগ টেবিলে বর্তমানে রংপুরের অবস্থান পাঁচে। ৭ ম্যাচে তিন জয় ও চার হারে ৬ পয়েন্ট অর্জন করেছে দলটি। তবে নাজুক অবস্থা খুলনার। ৭ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় ও ছয়টি ম্যাচে হারে দুই পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে রয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

খুলনা টাইটান্স একাদশ:
জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন শান্ত, আল আমিন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড উইসি, তাইজুল ইসলাম, ইয়াসির শাহ, জুনায়েদ খান, সুভাশীষ রায়।

রংপুর রাইডার্স একাদশ:
ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ফারহাদ রেজা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, সোহাগ গাজী।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর