শিরোনাম
২২ জানুয়ারি, ২০১৯ ১৬:৪৭

শক্তি বাড়ল রাজশাহী কিংসের

অনলাইন ডেস্ক

শক্তি বাড়ল রাজশাহী কিংসের

সংগৃহীত ছবি

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এখন পর্যন্ত ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে তারুণ্যনির্ভর আনকোরা দল নিয়েও দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেছে রাজশাহী কিংস। একের পর এক বিস্ময় উপহার দিয়ে শক্তিশালী দলকে হারিয়ে চলেছে মেহেদী হাসান মিরাজের দল। 

এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ হারের বিপরীতে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে উঠে এসেছে রাজশাহী কিংস। মুস্তাফিজ-মিরাজের নেতৃত্বে বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে চললেও ব্যাটিংয়ের টপঅর্ডারের সমস্যা কাটছে না দলটির। ফলে সেই সমস্যার সমাধানে ক্যারিবীয় হার্ডহিটার জনসন চার্লসকে উড়িয়ে এনেছে রাজশাহী কিংস।

ঢাকায় এসেই দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন চার্লস। গত বিপিএলের প্লে-অফে রংপুর রাইডার্সের হয়ে অবিশ্বাস্য সেঞ্চুরি করেন তিনি।

রাজশাহীর সহকারী কোচ মিজানুর রহমান বাবুল বলেন, শুরু থেকেই টপঅর্ডারে আমাদের কম্বিনেশন হচ্ছে না। আশা করি, এবার ঠিক হয়ে যাবে। আমাদের দলে চার্লস যোগ দিয়েছেন। প্রকট সমস্যাটা হয়তো এখন আমরা কাটিয়ে উঠতে পারব।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর