২২ জানুয়ারি, ২০১৯ ১৭:০৮

গেইল-হেলস-ভিলিয়ার্স ঝড়ে উড়ে গেল খুলনা

অনলাইন ডেস্ক

গেইল-হেলস-ভিলিয়ার্স ঝড়ে উড়ে গেল খুলনা

বিপিএলে জয়ের ধারা অব্যাহত রাখলো রংপুর রাইডার্স। মঙ্গলবার ক্রিস গেইল, অ্যালেক্স হেলস ও এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে খুলনা টাইটান্স ৬ উইকেটে হারিয়েছে মাশরাফি বাহিনী।

এদিন, হাফ সেঞ্চুরি পেয়েছেন ক্রিস গেইল ও অ্যালেক্স হেলস। দু'জনই সমান ৫৫ রান করেন। তবে গেইলের চেয়ে বেশি বিধ্বংসী ছিলেন হেলস। গেইল ৪০ বলে ৫৫ এবং হেলস সমান ৫৫ রান করতে খেলেন মাত্র ২৯ বল। এছাড়া অর্ধশতক না পেলেও ২৫ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ জয়ে বড় অবদান রাখেন এবি ডি ভিলিয়ার্স। খুলনার হয়ে ইয়াসির শাহ দুটি এবং মাহমুদুল্লাহ রিয়াদ ও জুনায়েদ খান একটি করে উইকেট পান।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮১ রানের স্কোর গড়ে খুলনা টাইটান্স। সর্বোচ্চ ৪৮ রান করেন নাজমুল হাসান শান্ত। এছাড়া টেইলর ৩২, মাহমুদুল্লাহ ২৯ ও ডেভিড ওয়াইজের ৩৫ রান করেন। রংপুরের হয়ে ফরহাদ রেজা ৩২ রানে ৪ উইকেট নেন। এছাড়া মাশরাফি ও গেইল একটি করে উইকেট নেন।

বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৯/মাহবুব

সর্বশেষ খবর