২৪ জানুয়ারি, ২০১৯ ১৩:৪৮

ইতিহাস গড়লেন গেইল

অনলাইন ডেস্ক

ইতিহাস গড়লেন গেইল

ক্রিস গেইল মানে চার-ছক্কার ফুলঝুড়ি। এবার সেই ছক্কা হাঁকিয়ে এক বিরল নজির গড়েলন রংপুর রাইডার্সের এই ক্যারিবীয় তারকা। বিপিএলে গত মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে গেইল ৪০ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গেইল। এই রান করার পথে পাঁচটি ছক্কা হাঁকান টি-টোয়েন্ট ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। তার এই ইনিংসটির সৌজন্যে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৯০০টি ছক্কা হাঁকানোর বিরাট কৃতিত্ব অর্জন করেন গেইল।

টি টোয়েন্টি ক্রিকেটে গেইলের দৌরাত্ম্য সবারই জানা। ছক্কা মারার ক্ষেত্রে গেইলের ধারেপাশে কেউ নেই। ক্যারিবীয় তারকার পরেই রয়েছেন তারই স্বদেশি কাইরন পোলার্ড। তিনি মেরেছেন ৫৫৭টি ছক্কা। যদিও গেইলকে ছোঁয়া সম্ভবই নয় পোলার্ডের পক্ষে। 

বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৯/মাহবুব

সর্বশেষ খবর