২০ নভেম্বর, ২০১৭ ১৪:৫৮

কুমিল্লার বোলিং তোপে ঢাকার সংগ্রহ ১২৮

অনলাইন ডেস্ক

কুমিল্লার বোলিং তোপে ঢাকার সংগ্রহ ১২৮

একদিন বিরতির পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২১তম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জিতে ইতোমধ্যে ব্যাটিংয়ে নেমেছে সাকিব আল হাসানের ঢাকা। তবে হাসান আলীর বোলিং তোপে মাত্র ১২৮ রানেই অলআউট হয়ে যায় ঢাকা।

ঢাকার ওপেনিং ভূমিকায় নামেন সুনীল নারাইন এবং এভিন লুইস। ক্যারিবীয়ান তারকা লুইস ৫ বলে ৭ রান করে বিদায় নিলেও ব্যাট হাতে ঝড় তোলেন নারাইন। ৪৫ বলে করেন ইনিংস সর্বোচ্চ ৭৬ রান। তিন নম্বরে নামা মেহেদি মারুফ সুযোগকে কাজে লাগাতে পারেননি। ২ বল মোকাবেলা করে ০ রানেই বিদায় নেন। কুমার সাঙ্গাকারা ৩০ বলে করেন ২৮ রান। কাইরন পোলার্ড ব্যাট হাতে ১ রান করে সাজঘরে ফেরেন রানআউট হয়ে। মোসাদ্দেক হোসেন ফেরেন ১ রান করে। জহুরুল ইসলামও (২) নিজেকে মেলে ধরতে পারেননি। সাকিব ২, সাদ্দাম ১, মোহাম্মদ আমির ৬, আবু হায়দার রনি ০ রান করেন।

অন্যদিকে কুমিল্লার পেসার হাসান আলি ৩.৩ ওভারে ২০ রানের বিনিময়ে নেন ৫টি উইকেট। মেহেদি হাসান ৪ ওভারে ৩৩ রান দিলেও কোনো উইকেট পাননি। রশিদ খান ৪ ওভারে ১৭ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। সাইফুদ্দিন ৩ ওভারে ২৯ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। শোয়েব মালিক, আল আমিন হোসেন কোনো উইকেট পাননি। 

বিডি-প্রতিদিন/ ২০ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ

সর্বশেষ খবর