১৬ জানুয়ারি, ২০১৬ ১৭:২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অস্ত্র মহড়া

অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অস্ত্র মহড়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে ছাত্রলীগের দুইপক্ষ।

পূর্ব শক্রতার জের ধরে শনিবার রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানার সমর্থক কর্তৃক ছাত্রলীগ কর্মী অনিক মাহমুদ বনিকে মারধর করলে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত বনিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাবি শিক্ষার্থীরা জানান, পূর্ব শক্রতার জের ধরে ছাত্রলীগ সভাপতি রানার সঙ্গে ছাত্রলীগ কর্মী বনি ও তার সমর্থকদের বিরোধ চলছিল। শনিবার শের-ই বাংলা হলের সামনে বনিকে পেয়ে রানার সমর্থক ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, বহিস্কৃত সহ-সভাপতি মাহাবুবুর রহমান পলাশসহ কয়েকজন মারধর করে। মারামারির সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিকেল ৪টা পর্যন্ত দুইপক্ষের সমর্থকদের দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিতে দেখা গেছে।

এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, পুলিশ ক্যাস্পাসে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডি-প্রতিদিন/ ১৬ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর