১৮ জানুয়ারি, ২০১৬ ১৮:৩১

রাবিতে ছাত্রলীগ কর্মীকে মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাবিতে ছাত্রলীগ কর্মীকে মারধর

পূর্ব বিরোধের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মেহেদি হাসান দিদার নামের এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে আহত করেছে সংগঠনটির অন্য গ্রুপের এক কর্মী।

সোমবার বিকেল সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে রাবি ছাত্রলীগের যুগ্মসম্পাদক গোলাম কিবরিয়ার অনুসারী সাইফ করিম রুপম তাকে মারধর করে। আহত মেহেদি হাসান দিদার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং রাবি ছাত্রলীগের সহসভাপতি তন্ময়ানন্দ অভির অনুসারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা সোয়া ৩টার দিকে দিদার টুকিটাকি চত্বরের একটি খাবারের দোকানে বসে ছিলেন। এসময় ম্যাটেরিয়াল সায়েন্সের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী রুপম এসে তাকে চার্জ করলে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুপম দিদারকে চড়-থাপ্পর মারতে থাকেন। রুপমের আঙুলের খোঁচায় দিদার চোখে আঘাত পান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

দিদার বলেন, ''আমি দুপুরের খাবার খেতে এসেছিলাম। এসময় রুপম 'কীরে তোর তন্ময় ভাই কোথায়' বলে আমাকে মারধর শুরু করে। রুপমের আঙুলের খোঁচায় আমার চোখ ফুলে গেছে।''

তবে ছাত্রলীগ কর্মী রুপম বলেন, ''মেহেদী আমার কাছের ছোট ভাই। দু'জনের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিলো। পরে বিষয়টি 'মিউচ্যুয়াল' হয়ে গেছে।''

এ বিষয়ে রাবি ছাত্রলীগের সহ সভাপতি তন্ময়ানন্দ অভি বলেন, ''একটি অপহরন মামলায় রাবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া ও তার কর্মী রুপম জড়িত। সে সময় আমরা তাদেরকে পুলিশে ধরিয়ে দেই। সেই রাগেই রাবি ছাত্রলীগে পট পরিবর্তনের পরপরই আমার ছোট ভাইকে ধরে মারধর করা হয়েছে।''

বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর