২০ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৭

ফের মুখরিত ইবি ক্যাম্পাস

ইবি প্রতিনিধি

ফের মুখরিত ইবি ক্যাম্পাস

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহত্ ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়। এটি স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। ডিজিটাল দেশ গঠনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বদ্ধ পরিকর। কিন্তু অষ্টম জাতীয় বেতন কাঠামোর প্রকাশিত গেজেটে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন, অর্থমন্ত্রী-প্রদত্ত প্রতিশ্র’তি পালন এবং অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে গত ১১ জানুয়ারি থেকে শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে অচল হয়ে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়। বন্ধ ছিল সকল বিভাগের ক্লাস-পরীক্ষা। তবে প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে আসেন। দীর্ঘ ১০ দিন টানা বন্ধ থাকা পর আজ শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস যেন ফের প্রাণ ফিরে পেয়েছে। প্রতিটা বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর আশ্বাসে ১০ দিন পর ক্যাম্পাস সচল হওয়ার শিক্ষার্থীরা বিজয় খুশি। শিক্ষার্থীদের পদচারণায় এখন মুখরিত ক্যাম্পাস। চারিদিকে বিরাজ করছে আনন্দ আর উচ্ছাসময় কোলাহলপূর্ণ পরিবেশ। চলছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।

শিক্ষাকার্যক্রম চালু হওয়ার বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী সোহাগ, রিমি, তানিয়া বলেন, ‘আমাদের ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখোরিত হয়েছে। শিক্ষার্থীরাই ক্যাম্পাসের প্রাণ। শিক্ষার্থী ছাড়া ক্যাম্পাস শূন্য শূন্য মনে হয়।’

শিড়্গক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. অলী উল্যাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসে ফেডারেশন আন্দোলন স্থগিত ঘোষণা করেছে। আর শিক্ষকরাও ক্লাসমুখী হয়েছে। আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে  শিক্ষকরা তা পুষিয়ে দিতে চেষ্টা করবে বলে আশা করছি।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর