২০ জানুয়ারি, ২০১৬ ১৭:৩৫

রাবিতে ক্লাস-পরীক্ষা শুরু বৃহস্পতিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

রাবিতে ক্লাস-পরীক্ষা শুরু বৃহস্পতিবার

বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মবিরতি স্থগিতের একদিন পর ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ বুধবার সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে ক্লাস-পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাবি শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে। তবে এ সিদ্ধান্তই বহাল থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন স্থগিত করলেও রাবি শিক্ষক সমিতির সভাপতি বুধবারও কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। ফলে রাবিতে বুধবার সব বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

এ বিষয়ে সংগঠনের সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত হয় মঙ্গলবার সন্ধ্যায়। এরপর নিজেদের মধ্যে আলোচনা না করে কর্মবিরতি স্থগিতের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি।

বিডি-প্রতিদিন/ ২০ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর