২১ জানুয়ারি, ২০১৬ ১৫:২২

চাকরির দাবিতে মেইন গেটে ছাত্রলীগের তালা

ইবি প্রতিনিধি

চাকরির দাবিতে মেইন গেটে ছাত্রলীগের তালা



চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা লাগিয়ে দিয়েছে বহিরাগত চাকরি প্রত্যাশী ও ছাত্রলীগের সাবেক নেতারা। এতে বিশ্ববিদ্যালয়ের দুপুর ১২টার শিক্ষক-শিক্ষার্থী বহনকারী বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেলে তালা লাগিয়ে দেয় তারা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১টার দিকে শিক্ষা সেল ও মেইন গেটের তালা তারা খুলে দেয় তারা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকটি বিভাগে শিক্ষক নিয়োগ দিতে নিয়োগ বোর্ডের তারিখ ঘোষণা করে। এই খবর শুনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের সাবেক নেতা কর্মী ও বহিরাগত চাকরি প্রত্যাশিরা চাকরির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থিত শিক্ষা সেলে তালা লাগিয়ে দেয়। পরে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা লাগিয়ে দেয় তারা।
এসময় চাকরি প্রত্যাশীদের মধ্যে ছাত্রলীগের সাবেক নেতা মিজানুর রহমান টিটু, তৌফিকুর রহমান হিটলার, কাশেম মাহমুদ, মাহমুদুর রহমান লেলিন, মাসুদ রানা, মাহবুবুর রহমানসহ ২০-২৫ জনের একটি গ্র’প সেখানে উপস্থিত ছিলেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বহনকারী বেলা ১২টার বাস চলাচল বন্ধ থাকে।
কুষ্টিয়া শহরে থাকা ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘প্রশাসনের ব্যর্থতায় বার বার এই চাকরি প্রত্যাশিরা ক্যাম্পাস বন্ধ করে দেয়। এতে  আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয়।’   
চাকরি প্রত্যাশিদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার তাদেরকে চাকরি আশ্বাস দিয়ে আসছে। কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছেন না । প্রশাসনের এই আশ্বাসে আমরা তালা খুলে দিয়েছি। চাকরি না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। চাকরি না হলে কঠোর আন্দোলনে যাব।’
এ বিষয়ে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘তালা লাগানোর পরে তাত্ক্ষণিক তাদের সাথে আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে। এখন ক্যাম্পাস স্বাভাবিক রয়েছে।’
উলেস্নখ্য, চাকরির দাবিতে ছাত্রলীগের সাবেক এই নেতা-কর্মীরা ও বহিরাগত চাকরি প্রত্যাশিরা বিভিন্ন সময়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে আসছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে।

বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর