৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৩৬

জাবি ছাত্রদলের সভাপতি সোহেল, সম্পাদক সৈকত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাবি ছাত্রদলের সভাপতি সোহেল, সম্পাদক সৈকত

ইতিহাস বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র সোহেল রানাকে সভাপতি এবং একই বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র আবদুর রহিম সৈকতকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট ও ঢাকা মহানগর ছাত্রদলের কমিটির অনুমোদন দেয়া হয়।

এর আগে সোহেল রানা জাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আব্দুর রহিম সৈকত আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মুরাদ হোসেন হীরা (৩৭তম ব্যাচ, ইতিহাস বিভাগ), সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম দুর্জয় (৩৮তম ব্যাচ, ইতিহাস বিভাগ), আহসান হাবীব (৩৮ তম ব্যাচ , আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), শহিদুল ইসলাম তুষার (৩৮তম ব্যাচ), নবিনুর রহমান নবীন (ইতিহাস বিভাগ, ৩৯তম ব্যাচ), রাব্বি হাসান (বাংলা বিভাগ, ৩৯তম ব্যাচ), ফয়সাল হোসেন, ইব্রাহিম খলিল বিপ্লব (বাংলা বিভাগ, ৩৯তম ব্যাচ), শাহরিয়ার হক মজুমদার শিমুল (সরকার ও রাজনীতি বিভাগ, ৩৯তম ব্যাচ), মিজানুর রহমান রনি (ইতিহাস বিভাগ, ৩৯তম ব্যাচ), যুগ্ম সম্পাদক জহির উদ্দিন বাবর (রসায়ন বিভাগ, ৩৯তম ব্যাচ), ইসরাফিল চৌধুরী সোহেল (অর্থনীতি বিভাগ, ৪০তম ব্যাচ), ওয়াসিম আহমেদ অনীক (দর্শন বিভাগ, ৪০তম ব্যাচ), মো. শামিম হোসেন (ভূতাত্তিক বিজ্ঞান বিভাগ-৪০), রাধেশ্ব্যাম বিশ্বাস, শামছুল হক এবং সাংগঠনিক সম্পাদক  আশরাফুল ইসলাম।


বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব
 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর