৮ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৩৫

চবিতে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চবিতে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছে।

বিকালে এ ঘটনা ঘটে।

চবি সূত্রে জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বীর অনুসারী মাসুমকে মারধর করে সভাপতি আলমগীর টিপুর কর্মীরা। এর রেশ ধরে দু’টি পক্ষই শাহজালাল হলে এসে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন আহত হয়। পরে সোহরাওয়ার্দী হলে সভাপতি পক্ষের দুই কর্মীকে মারধর করে বিপক্ষের কর্মীরা।

পরে সভাপতির অনুসারীরা শাহজালাল হলে এবং সাধারণ সম্পাদকের অনুসারীরা শাহ্ আমানত হলে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করছেন। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।   

চবির সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিডি-প্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর