শিরোনাম
১০ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৩৬

শাবিপ্রবিতে আজ 'শিখন্ডী কথা'র মঞ্চায়ন

অনলাইন ডেস্ক

শাবিপ্রবিতে আজ 'শিখন্ডী কথা'র মঞ্চায়ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিক থিয়েটার আয়োজিত তিনদিনব্যাপী  নাট্যপার্বনে আজ মঞ্চস্থ হবে জনপ্রিয় নাটক 'শিখন্ডী কথা'।
আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের রসন্ট্রাল অডিটোরিয়ামে 'শিখন্ডী কথা' নাটক ৩য় বারের মত মঞ্চায়ন হবে। এর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমী  ও শাবিপ্রবি ক্যাম্পাসে এ নাটকটি মঞ্চস্থ হয়।

'শিখন্ডী কথা' নাটকটি রচনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'নাটক ও নাট্যতত্ত্ব' বিভাগের শিক্ষক আনন জামান। নির্দেশনা দিয়েছেন মোহাহের হোসেন সোহেল এবং পুনঃনির্দেশনা দিয়েছেন হাসান আবু জাফর। নাটকটি দিক থিয়েটারের ২২তম প্রয়োজনা।

আলোকসজ্জায় রিফাত হোসাইন রিফাত এবং আবহ সংগীতে রয়েছেন আরিফা জেসমীন রুমি। এছাড়া মঞ্চসজ্জায় রয়েছেন মোতাহের হোসেন সোহেল।

উল্লেখ্য, 'নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ' এই স্লোগান ধারণ করে ১৯৯৯ সাল  থেকেই সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজ করে যাচ্ছে দিক থিয়েটার।


বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর