১৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৪৭

বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বরস্বতি পূঁজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বরস্বতি পূঁজা অনুষ্ঠিত

বরিশালে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভির্য্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিদ্যার দেবী স্বরস্বতি পূঁজা। নগরীর বিভিন্ন স্কুল-কলেজে শনিবার সকালে বানী অর্চনা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী স্বরস্বতির চরণে পুষ্পার্ঘ্য অর্পন করে প্রার্থনা করেন ভক্তরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা মেডিকেল কলেজ, পলিটেকনিট ইনস্টিটিউট, বিএম কলেজ, বরিশাল কলেজ, অমৃত লাল দে’ মহাবিদ্যালয়, মথুরানাথা পাবলিক স্কুল, রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে স্বরস্বতি পূঁজা। এ সময় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যাপক দেবাশিষ চক্রবর্তী বলেন, একই দিনে স্বরস্বতি পূঁজা ও পহেলা ফাল্গুন এবং একদিন পর বিশ্ব ভালবাসা দিবস হওয়ায় বর্নিল হয়েছে পুরো অনুষ্ঠান।

বিডি-প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর