২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:০১

রাবিতে ছাত্রলীগের দু'পক্ষের মারামারি, আহত ১

রাবি প্রতিনিধি

রাবিতে ছাত্রলীগের দু'পক্ষের মারামারি, আহত ১

তুচ্ছ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় সালাউদ্দীন রানা নামের ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। রানা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং আমীর আলী হলের সভাপতি নাজমুল হাসান সজলের অনুসারী।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত হুসাইনের অনুসারী মুকুল খানের সঙ্গে সালাউদ্দীন রানার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রানা মুকুলকে চড়-থাপ্পড় মারে। বিষয়টি সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা জানতে পেরে সঙ্গে সঙ্গে দলবল নিয়ে রানাকে রড ও পাইপ দিয়ে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু নিজ দলের কর্মী মাসুদকে পুলিশে সোপর্দ করেন। তবে আজ শুক্রবার সকালে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

আহত ছাত্রলীগ কর্মী মুকুল খান বলেন,  'আমি মধুপুর থানা সমিতির একটি অনুষ্ঠানের টাকা তুলতে ২১২ নম্বর কক্ষে যাই। কিন্তু দরজায় টোকা দেওয়ার কারণে ওই কক্ষের ছাত্রলীগ কর্মী রানা আমাকে চড়-থাপ্পড় মারে।'

হল সভাপতি নাজমুল ইসলাম সজল বলেন,  'মুকুল প্রায়ই রুমটিতে গিয়ে বিরক্ত করে থাকে। তাই তাকে বিরক্ত না করার জন্য রানা নিষেধ করতে গিয়েছিল। এসময় সৈকত হুসাইন ও তার অনুসারীরা রানাকে বেধড়ক মারধর করে। '

রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন,  'থানা সমিতির টাকা উত্তোলন নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছে। '


বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর