২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৫০

জাবিতে 'জাতীয়তাবাদ ও ধর্ম' শীর্ষক জাতীয় সম্মেলন শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাবিতে 'জাতীয়তাবাদ ও ধর্ম' শীর্ষক জাতীয় সম্মেলন শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘জাতীয়তাবাদ ও ধর্ম’ শীর্ষক জাতীয় সম্মেলন।

আগামীকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সম্মেলনটির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মির্জা তাসলিমা সুলতানা আজ এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, দেশের প্রায় ১৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক, গবেষক এবং শতাধিক শিক্ষার্থী এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে ৮টি প্যারালাল সেশনে ‘বহুজাতিক প্রেক্ষাপটে ধর্মের চর্চা’, ‘জাতিতত্ত্ব, সংখ্যালঘু ও পরিচয়ের রাজনীতি’, ‘ধর্মনিরপেক্ষ ও ঐতিহ্য’, সমসাময়িক বিশ্বে হিজাবের চর্চা, ‘লিঙ্গ ও জাতিগত রাষ্ট্র’, ‘বহুবিধ পরিচয় নির্মাণ ও জাতি রাষ্ট্রের ভূমিকা’, ‘শাহবাগ: জাতি ও জাতিয়তাবাদ’ এবং ‘ধর্ম, বিশ্বাস ও ধার্মিকতার আন্দোলন’ শীর্ষক মোট ২৫ টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর