২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:২১

নাশকতার মামলায় রাবি শিক্ষার্থী কারাগারে

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

নাশকতার মামলায় রাবি শিক্ষার্থী কারাগারে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে আটককৃত দুই শিক্ষার্থীর মধ্যে রবিউল আউয়াল নামের এক শিক্ষার্থীকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার কারগারে প্রেরণ করা হয়েছে। তবে আরেক শিক্ষার্থী রায়হানকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর।

জানা গেছে, কারাগারে প্রেরণকৃত রবিউল আউয়াল বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের (সংস্কৃত) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত বৃহস্পতিবার শিবির সন্দেহে আউয়ালকে প্রক্টরের মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সময়ে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রায়হানকেও পুলিশের কাছে সোপর্দ করা হয়। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন।

বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর