২৭ নভেম্বর, ২০১৬ ১৮:৫৯

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় খেলার মাঠে আজ রবিবার দুপুরে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক। উদ্বোধনী দিনে গনিত বিভাগ এবং লোক প্রশাসন বিভাগ পরস্পরের মোকাবেলা করে।

উদ্বোধনী বক্তব্যে ভিসি বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের যেমন শারীরিক কসরত হবে, তেমনি আজকের এ শিক্ষার্থীদের মধ্যে থেকেই ভবিষ্যতের খেলোয়াড়রা বেড়িয়ে আসবে। আর এ ধরনের সহশিক্ষা কার্যক্রম উন্নত শিক্ষা ব্যবস্থার একটি আবশ্যকীয় অংশ।

উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. তারিকুল হক, গনিত বিভাগের চেয়ারম্যান হেনা রাণী বিশ্বাস, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান তাসনুভা হাবিব জিসান, প্রক্টর মো. শফিউল আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আব্দুল কাইয়ুম, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফ হোসেন, উভয় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং শারীরিক শিক্ষা দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর