২৭ নভেম্বর, ২০১৬ ২২:২৯
দিয়াজ 'হত্যার' বিচার দাবি

অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর ‘খুনি’দের গ্রেফতার ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধে অনেকটা অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। রবিবার অবরোধের প্রথম দিন চট্টগ্রাম শহর থেকে চবিতে কোন শাটল ট্রেন ও বাস যেতে পারেনি। অবরোধের সময় চবিতে বেশির ভাগ ক্লাস ও পরীক্ষা অনুষ্টিত হয়নি। অবরোধ চলাকালে ক্যাম্পাসে কয়েকটি সিএনজি অটোরিক্সা ভাঙচুর করেছে অবরোধকারীরা।

চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ‘চবিতে অবরোধের কোন প্রভাব পড়েনি। বেশির ভাগ বিভাগের ক্লাস ও পরীক্ষা অনুষ্টিত হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে শাটল ট্রেন ও বাস শহর থেকে ক্যাম্পাসে আসেনি।’

ষোলশহর জংশনের স্টেশন মাস্টার শাহাবুদ্দিন বলেন, ‘অবরোধের কারণে কোন শাটল ট্রেন শহর থেকে চবি ক্যাম্পাসে যায়নি।’

অবরোধ সমর্থনকারী চবি ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুন বলেন, ‘প্রথম দিনের অবরোধ সফল হয়েছে। শহর থেকে কোন বাস ও শাটল ট্রেন চবিতে যেতে পারেনি। ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।’

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর চবি থেকে দিয়াজের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে দিয়াজকে হত্যার অভিযোগ করে আসছে তার পরিবার ও অনুসারিরা। ময়নাতদন্ত রিপোর্টে দিয়াজ আত্মহত্যা করেছে বলে প্রতিবেদন আসলেও তা প্রত্যাখান করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ছাত্রলীগ সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে তার পরিবার।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর