২৮ নভেম্বর, ২০১৬ ১৩:৫৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টরকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টরকে অব্যাহতি

আন্দোলনকারীদের দাবির প্রতিক্রিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরীকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এ তথ্য জানান। ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর হত্যা মামলার অন্যতম আসামী আনোয়ার হোসেন চৌধুরী।   

গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকার নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় দিয়াজের মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যার ফলে শ্বাসরোধ হয়ে দিয়াজের মৃত্যু হয়েছে। কিন্তু পরিবার এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করে, দিয়াজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ছাড়াও আসামীদের তালিকায় আছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা-কর্মী। এসব আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলছে।

বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর