১ ডিসেম্বর, ২০১৬ ১৭:৪৪

ববিতে শহীদ মিনার ও ৩ আবাসিক হলের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

ববিতে শহীদ মিনার ও ৩ আবাসিক হলের উদ্বোধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৩টি আবাসিক হলের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস.এম ইমামুল হক বৃহস্পতিবার সকালে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন। এরপরে তিনি নবনির্মিত বঙ্গবন্ধু হল, শেরেবাংলা হল এবং শেখ হাসিনা হলের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ববির সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অনারারী প্রফেসর ড. শফিউর রহমান, সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এম কে রহমান, বরিশালের পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসীনউদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিনুর রহমান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি মো. আব্দুল কাইউম, শেরে বাংলা হলের প্রভোস্ট আব্দুল্লাহ আল মাসুদ, শেখ হাসিনা হলের প্রভোস্ট দিলআফরোজ খানম তানিয়া, প্রক্টর মো. শফিউল আলম সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

বিডি-প্রতিদিন/ ০১ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর