৩ ডিসেম্বর, ২০১৬ ১৭:২১

ইবির ভর্তি পরীক্ষা রবিবার শুরু, প্রতি আসনে লড়বে ৪৩ জন

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইবির ভর্তি পরীক্ষা রবিবার শুরু, প্রতি আসনে লড়বে ৪৩ জন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা রবিবার (৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। চলবে আগামী বুধবার (৭ ডিসেম্বর) পর্যন্ত।

এ বছর ৮টি ইউনিটের অধীনে ২৫টি বিভাগে মোট ১ হাজার ৬৯৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭২ হাজার ৯শ' ১০টি। প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৩ জন ভর্তিচ্ছু।

এবার প্রতি বিভাগে দুইজন করে মোট ৫০ জন বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। দক্ষিণ এশিয়া, সার্কভুক্ত ও মধ্যপ্রাচসহ সকল দেশের শিক্ষার্থীরা এ সুযোগ পাবে।

ভর্তি পরীক্ষার প্রথমদিন রবিবার ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

বিডি প্রতিদিন/ ৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর