৬ ডিসেম্বর, ২০১৬ ১৭:২২

শাবিতে সাংস্কৃতিক কর্মীদের গালি দেয়ায় ক্যাম্পাসে বিক্ষোভ

শাবি প্রতিনিধি:

শাবিতে সাংস্কৃতিক কর্মীদের গালি দেয়ায় ক্যাম্পাসে বিক্ষোভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মীদের এক শিক্ষকের গালি দেয়ার অভিযোগে মঙ্গলবার মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাংস্কৃতিক কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে দুঃখ প্রকাশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভর্তি জালিয়াতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়ার দাবি জানান।  

অভিযোগকারী শিক্ষার্থীরা জানান, সোমবার ভর্তি জালিয়াতীকারীদের বিষয়ে ব্যবস্থা নিতে দাবি জানিয়ে উপাচার্য আমিনুল হক ভুইয়ার সাথে ২৪টি সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সাক্ষাৎ করতে গেলে সেখানে উপস্থিত শাহপরাণ হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক মো. শাহেদুল হোসাইন তাদের ‘স্টুপিড’বলে গালি ও নানা হুমকি-ধামকি দেন। এ সময় ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক এএইচএম বেলায়েত হোসেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক এসএম. হাসান জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।  
 
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মো. শাহেদুল হোসাইন জানান, তারা শিক্ষার্থীসুলভ আচরণ না করায় আমি এটা বলেছি। 

 


বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর