১০ ডিসেম্বর, ২০১৬ ১৫:৫৬

ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) বিবিএ ও বিফার্ম কোর্সে ভর্তি পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে। আজ শনিবার সকাল ও বিকেলে এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল রবিবার সকাল ও বিকেলে সি এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের ৭৮৫টি আসনে মোট ৬৬ হাজার ৭৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

অধিক সংখ্যক পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ায় বিশ্ববিদ্যালয় ছাড়াও জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে আসন বিন্যাস করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলাউদ্দিন প্রতিটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি জানান, পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর