২১ ডিসেম্বর, ২০১৬ ১৪:১১

শাবিপ্রবি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

শাবিপ্রবি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।  

ভর্তি জালিয়াত চক্রকে আড়াল করতেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা দাবি করেছেন। মহাসড়ক অবরোধের মাধ্যমে শিক্ষার্থীরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে স্বাভাবিক শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছেন বলে জানা গেছে। 

এর আগে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আজ সকালে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়। সকালে শাবি উপাচার্য প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া নিজ ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন।
 

বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর