২২ ডিসেম্বর, ২০১৬ ১১:৩২

শাবিপ্রবিতে রাতভর অবরুদ্ধ উপাচার্য

অনলাইন ডেস্ক

শাবিপ্রবিতে রাতভর অবরুদ্ধ উপাচার্য

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধ ঘোষণার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবরুদ্ধ অবস্থায় রাত পার করেছেন উপাচার্য আমিনুল হক ভূঁইয়া। দাবি না মানায় এখনও উপাচার্য কার্যালয় ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থীরা। তারা প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদে স্লোগান দিয়ে যাচ্ছেন।

এদিকে পরবর্তী সিদ্ধান্ত নিতে আজ সকাল ১০টায় সিন্ডিকেট বৈঠক শুরু হয়। এর আগে বুধবার (২২ ডিসেম্বর) রাতে সিন্ডিকেট সভা আহ্বান করলেও শিক্ষার্থীদের দাবি না মানায় সিন্ডিকেট বৈঠকের উদ্যোগ পণ্ড হয়ে যায়। রাত ১টায় উপাচার্য তার কার্যালয় থেকে বেরিয়ে যেতে চাইলেও শিক্ষার্থীদের তোপের মুখে ফিরে যান। তখন থেকেই অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য। 


বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর