৪ জানুয়ারি, ২০১৭ ১৩:৪৪

ঢাবিতে হল বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু

অনলাইন ডেস্ক

ঢাবিতে হল বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা বৃহস্পতিবার সকাল ৯টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এই খেলার মধ্য দিয়ে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ‘হল বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০১৬-১৭’।

প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

আগামী ৬ জানুয়ারি বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, ৭ জানুয়ারি বিজয় একাত্তর হল, ১০ জানুয়ারি স্যার এ এফ রহমান হল, ১১ জানুয়ারি সলিমুল্লাহ মুসলিম হল, ১২ জানুয়ারি কবি সুফিয়া কামাল হল, ১৩ জানুয়ারি জগন্নাথ হল, ১৪ জানুয়ারি ফজলুল হক মুসলিম হল, ১৫ জানুয়ারি শামসুন নাহার হল, ১৬ জানুয়ারি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ১৭ জানুয়ারি কবি জসীম উদ্দীন হল, ১৮ জানুয়ারি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, ১৯ জানুয়ারি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ২১ জানুয়ারি অমর একুশে হল, ২২ জানুয়ারি সূর্যসেন হল, ২৩ জানুয়ারি হাজী মুহম্মদ মুহসীন হল, ২৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং ২৫ জানুয়ারি শহীদুল্লাহ হলের বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সব হলের প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হবে হল বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা।

বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর