৫ জানুয়ারি, ২০১৭ ১৮:৪৩

চবিতে শিক্ষার্থীকে আটকে রেখে টাকা দাবি ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চবিতে শিক্ষার্থীকে আটকে রেখে টাকা দাবি ছাত্রলীগের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবেলের কাছ থেকে চাঁদা না পেয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বিকেলে চবির শাহ্ আমানত হলে এ ঘটনা ঘটে।

চবি সূত্রে জানা যায়, ছাত্রলীগ চবি শাখার দুইজন পদধারী নেতা চাঁদার জন্য রুবেলকে শাহ্ আমানত হলের একটি কক্ষে আটকে রাখে। বিষয়টি চবি প্রশাসনকে জানানো হলে কয়েকজন সহকারী প্রক্টর সেখানে তাকে উদ্ধারে অভিযান চালায়। একপর্যায়ে আটকে রাখা ছাত্রলীগের ওই দুইজন রুবেলকে ছেড়ে দেয়। পরে হলের সামনে থেকে তাকে উদ্ধার করেন সহকারী প্রক্টররা।

চবির সহকারী প্রক্টর হেলাল উদ্দিন বলেন, রুবেলকে চড় থাপ্পড় মেরে তার কাছে টাকাও চায় বলে জানায় সে। ঘটনার পর থেকে রুবেলের মানসিক অবস্থা ভালো দেখিনি। তাই আপাতত তার কাছে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে দুইজন অভিযুক্তের নাম পেয়েছি। রুবেলের সঙ্গে কথা বলে পরে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর