৭ জানুয়ারি, ২০১৭ ১৬:১৬

ইবি শিক্ষক সমিতির দায়িত্ব গ্রহন

ইবি প্রতিনিধি

ইবি শিক্ষক সমিতির দায়িত্ব গ্রহন

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০১৭ এর সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় অনুষদ ভবনের শিক্ষক সমিতির কার্যালয়ে এ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে শিক্ষক সমিতির সদ্য বিদায়ী যুগ্ম সাধারণ অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. শাহাজাহান আলী, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. আ ন ম রেজাউল করিম, অধ্যাপক ড. এ বি এম ফারুক, অধ্যাপক ড. এয়াকুব আলী, অধ্যাপক সাইফুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবর রহমানকে এবং সদ্য সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ড. অলি উল্যাহ নব নির্বাচিত সাধারন সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। 

শিক্ষক সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন শিক্ষক সমিতির কার্যক্রমে সকল শিক্ষককে সহযোগীতা করার আহবান জানান। এ সময় নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন ‘শিক্ষক সমিতি হল একটি অরাজনৈতিক প্লাটফর্ম। এর মাধ্যমে শিক্ষকরা তাদের যৌক্তিক অধিকার আদায় করবে। আর দায়িত্বে থাকাকালীন শিক্ষকদের মর্যাদা কখনোই বিঘ্নিত হতে দিব না।’ 

এসময় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত ও সদ্য সাবেক সদস্যরা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 


বিডি-প্রতিদিন/ ৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৯

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর