১০ জানুয়ারি, ২০১৭ ০৫:০৪

জাবির প্রাক্তন শিক্ষার্থীদের 'মিলনমেলা' ২৭ জানুয়ারি

জাবি প্রতিনিধি:

জাবির প্রাক্তন শিক্ষার্থীদের 'মিলনমেলা' ২৭ জানুয়ারি

আগামী ২৭ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য এক 'মিলনমেলা'র (পিকনিক) আয়োজন করা হয়েছে। গাজীপুরের রত্ন কুটিরে আয়োজিত এই পিকনিকে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। প্রতিবছরই এমন মিলনমেলার আয়োজন করা হয়ে থাকে। 

এতে অংশ নিতে জনপ্রতি (পতি/পত্নীসহ) ১২০০ টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে। এছাড়া শিশুদের জন্য ১০০০ টাকা (৩ বছরের উপর ১০ বছর পর্যন্ত, এর উপর হলে ১২০০ টাকা) ধার্য করা হয়েছে। 

আগামী ২০ জানুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন ও পিকনিক সংক্রান্ত যেকোন তথ্যের জন্য মিনহাজ আহমেদ ভুঁইয়া (১৬তম ব্যাচ, দর্শন বিভাগ) অথবা মিলন আকবার উদ্দিন আহমেদের (৯ম ব্যাচ) সাথে যোগাযোগ করা যাবে। 


বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর