১১ জানুয়ারি, ২০১৭ ১৪:৩১

দীর্ঘ ১৩ বছর পর রুকসু নির্বাচন ২৬ জানুয়ারি

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

দীর্ঘ ১৩ বছর পর রুকসু নির্বাচন ২৬ জানুয়ারি

দীর্ঘ ১৩ বছর পর আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-ছাত্রী সংসদ (রুকসু) নির্বাচন। 

নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। রাজেন্দ্র কলেজ ক্যাম্পাস এখন মিছিল-মিটিংয়ে মুখরিত। ছাত্র সংগঠনগুলোর মিছিল-মিটিংয়ে বিভিন্ন দলের সাবেক নেতারাও তাদের দলের পক্ষে প্রচার-প্রচারণায় নেমেছেন। 

কলেজ সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগ, ছাত্রদল তাদের মনোনয়নপত্র ফরম বিক্রি শেষ করেছে। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার ছাত্রলীগ-ছাত্রদলের প্যানেলের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজেন্দ্র কলেজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও ছাত্রদলের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়েছে। 

এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ জানান, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাদের সাথে এক রকম আচরণ আর ছাত্রদলের নেতাদের সাথে ভিন্ন রকমের আচরণ করছেন কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী।

জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম জানান, দীর্ঘদিন ধরে কলেজের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল না। ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে এবং আমাদের প্রচেষ্টার কারণে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি।

ঘোষিত তফসিল অনুযায়ী ১১ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ, ১৪ জানুয়ারি মনোনয়নপত্র জমা, ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৬ জানুয়ারি বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ, ১৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার, ২০ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, গত ২০০২-০৩ শিক্ষাবর্ষে সর্বশেষ কলেজ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদল পূর্ণ প্যানেলে জয়লাভ করেছিল। 

বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর