১১ জানুয়ারি, ২০১৭ ১৬:৫০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দিবস বৃহস্পতিবার (১২ জানুয়ারি)। ১৯৭১ সালের এই দিনে যাত্রা শুরু করে দেশের একমাত্র এই আবাসিক বিশ্ববিদ্যালয়টি। কালের পরিক্রমায় ৪৬তম বর্ষে পদাপর্ণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 

এছাড়া পরদিন শুক্রবার জাবির প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে অ্যালামনাই ডে মিলনমেলা।

বৃহ্স্পতিবার সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। 

দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, পুতুলনাচ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনায় নাটক প্রদর্শন এবং ফানুস উড়ানো। এছাড়া পরদিন শুক্রবার অ্যালামনাই ডে মিলনমেলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, ২য় ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র।

বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর