১৩ জানুয়ারি, ২০১৭ ১৯:০৬

সপ্তম রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

সপ্তম রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

সপ্তম রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সহ দেশের সাতটি বিভাগের ৯টি কেন্দ্রে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুল এবং কলেজের ১০ হাজার ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

বাংলাদেশ রসায়ন সমিতি এই অলিম্পিয়াডের আয়োজন করে। শুক্রবার সকালে ঢাবির কার্জন হলে অলিম্পিয়াডের ঢাকা বিভাগের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আখতারুজ্জামান, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম, রসায়ন সমিতির সভাপতি আবুল বাসার মিঞা, যুগ্ম-সম্পাদক অধ্যাপক আফতাব আলী শেখ প্রমুখ।

পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য অধ্যাপক এম মুহিবুর রহমান, সাবেক মুখ্য সচিব আব্দুল করিম, অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শোয়েব প্রমুখ।

সাতটি বিভাগের প্রথামিক পর্বে বিজয়ীদের নিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাবির কার্জন হলে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।  


বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর