১৪ জানুয়ারি, ২০১৭ ১৪:৫৩

সরকারের তিন বছর পূর্তিতে ঢাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সরকারের তিন বছর পূর্তিতে ঢাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

বর্তমান সরকারের তিন বছর পূর্তিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার দুপুরে ঢাবি ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ বিভিন্ন হলের সভাপতিরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে আবিদ আল হাসান বলেন, আট বছর আগের আর বর্তমান বাংলাদেশ এক নয়। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস প্রতিরোধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণ, ক্ষুধা দারদ্র্যিমুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছেন। খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি বিদেশে খাদ্য রফতানি হচ্ছে।

তিনি বলেন, ছাত্রলীগের হল কমিটি ঘোষণার পর গভীর রাতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মিছিল ও স্লোগানে নিয়ে যাওয়া হচ্ছে। এতে সাধারণ শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে। তাই এখন থেকে রাত ১২টার পর ক্যাম্পাসে কোন ধরনের মিছিল বা স্লোগান দেয়া যাবে না। 

কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বিএনপি সবসময় দেশকে পেছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তাই প্রধানমন্ত্রীর 'ভিশন-২১' বাস্তবায়নে ছাত্রলীগকে কাজ করতে  হবে।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, জঙ্গিমাতা খালেদার সকল ষড়যন্ত্র অতীতের ন্যায় ছাত্রলীগ রাজপথে থেকে প্রতিহত করবে। উন্নয়নের ধারা বজায় রাখার জন্য ছাত্রলীগ কাজ করে যাবে।

ঢাবি শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগ নেতাকর্মীদের আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।

 

বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর