১৬ জানুয়ারি, ২০১৭ ১৮:০৬

শাবিতে শাহপরাণ হল থেকে দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শাবিতে শাহপরাণ হল থেকে দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাহপরাণ হলের দুই ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কার করেছে হল প্রশাসন। বহিষ্কৃত নেতারা হলো, শাবি ছাত্রলীগের তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ। অভিযোক্ত দুই ছাত্রলীগ নেতাই সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী। সোমবার তাদের হল ছাড়তে নির্দেশ দিয়েছেন শাহপরাণ হল প্রভোস্ট মো. শাহেদুল হোসেন।

শাহপরাণ হলের প্রভোস্ট মো. শাহেদুল হোসেন জানান, গত ৩১ ডিসেম্বর শাহপরাণ হলের সি ব্লকের ৪২৪নং নম্বর কক্ষের তালা ভাঙচুর করায় অভিযোগ করেন ৪২৪নং কক্ষের আবাসিক শিক্ষার্থী শেখ হাসিবুর রহমান ও হাসিবুল হোসেন। অভিযোগের পর তদন্তের প্রেক্ষিতে বাংলা বিভাগের ২০১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক মিলন এবং খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের ২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নেয়া যে কোন সিদ্ধান্তকেই মেনে নিয়েছি।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর