১৯ জানুয়ারি, ২০১৭ ১৭:৩০

চবিতে শিক্ষার্থীকে মারধর, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চবিতে শিক্ষার্থীকে মারধর, আটক ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের ২০১০-১১ সেশনের মাস্টার্সের ছাত্র সরওয়ার হোসেনকে (২৪) মারধর করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের সামনে এ ঘটনা ঘটে। আহত সরওয়ারকে চবির মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমন (২৩) ও বহিরাগত জামিল (২৬) কে আটক করেছে পুলিশ। আহত সরওয়ারের পিতা মো. আলী মুক্তিযোদ্ধা ও রেলওয়ে পুলিশের হাবিলদার।   

সরওয়ারের সহপাঠীরা বলেন, আলাওল হলের সামনের দোকানে সরওয়ার নাস্তা করার সময় সুমন ও বহিরাগত জামিলসহ চার-পাঁচজন এসে শিবির অপবাদ দিয়ে তাকে মারধর করে। সরওয়ার আলাওল হলে বেশ কয়েক বছর ধরে থাকছে।  

চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসাদ্দেক হোসাইন বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার নির্দেশে তাকে মারধর করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর