২২ জানুয়ারি, ২০১৭ ২১:০২

ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী বহিষ্কার

অনলাইন ডেস্ক

ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মী বহিষ্কার

সংগৃহীত ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় কলেজ শাখা আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, আমরা ঢাকা কলেজের ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় একজন আহ্বায়ক ও ৪ জন যুগ্ম আহ্বায়কসহ মোট ১৯ জনকে বহিষ্কার করেছি।

বহিষ্কৃতরা হলেন ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক নূর আলম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হিরণ ভূঁইয়া, শাহজাহান ভূঁইয়া শামীম, সালেহ আহমেদ (হৃদয়), সামাদ আজাদ জুলফিকার, সদস্য শাহরিয়ার রাশেদ, হাসানুজ্জামান মুন্না, রহমতুল্লাহ, রুবেল মণ্ডল, সাদ্দাম হোসেনসহ ১৯ জন।

এর আগে, শনিবার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুয়াুয়ী তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
 
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর