২৪ জানুয়ারি, ২০১৭ ২০:৩৩

জবিতে সাংস্কৃতিক সপ্তাহের উদ্ধোধন ও পুরস্কার বিতরণ

জবি প্রতিনিধি:

জবিতে সাংস্কৃতিক সপ্তাহের উদ্ধোধন ও পুরস্কার বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রথমবারের মতো সাংস্কৃতিক সপ্তাহ ২০১৬-এর উদ্বোধন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্ধোধন করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

অনুষ্ঠানের প্রথমে জাতীয় সংগীত এবং পরে আগুনের পরশমনি সঙ্গীত পরিবেশনের সাথে সাথে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন কমিটি ২০১৬-এর আহ্বায়ক অধ্যাপক ড. লাইসা আহমদে লিসা। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, সাংস্কৃতিক সপ্তাহ ২০১৬-এর সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ:
বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ‘৫ম বার্ষিক ক্রীড়া এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৭’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ভাষা শহীদ রফিক ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভুঁইয়া, বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস, জবি ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক আলী নূর।


বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর