২৬ জানুয়ারি, ২০১৭ ১৯:১৮

'পাক বিরোধী আন্দোলনে জগন্নাথের অবদান ভোলার নয়'

জবি প্রতিনিধি:

'পাক বিরোধী আন্দোলনে জগন্নাথের অবদান ভোলার নয়'

পাক বিরোধী আন্দোলন জগন্নাথের অবদান ভোলার নয় বলে মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর।

বৃহস্পতিবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত সাংস্কৃতিক সপ্তাহ ২০১৬-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে তিনি এ মন্তব্য করেন।

এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সকল শিল্প-সাহিত্য চর্চার মূলকেন্দ্র ছিল তৎকালীন জগন্নাথ কলেজ। ইতিহাস কখনই জগন্নাথ কলেজের অবদান এড়িয়ে যেতে পারবে না। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রতিভা ও সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি রবীন্দ্রসংগীত, লোকসংগীত ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা এবং ২৫ জানুয়ারি উচ্চাঙ্গসংগীত, নজরুলসংগীত, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা বিষয়ে প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  

বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর