৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:০৪

মশাল মিছিলে নির্বাচনের দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মশাল মিছিলে নির্বাচনের দাবি শিক্ষার্থীদের

শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে মশাল মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল রবিবার সন্ধ্যার পর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রজমোহন কলেজ শাখা এই মশাল মিছিলের আয়োজন করে।

বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষার্থী মশাল মিছিলে অংশ নেয়। এ সময় তারা বাকসু নির্বাচনের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়।

কলেজের প্রথম গেটের সামনে থেকে মশাল মিছিল শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক এবং ক্যাম্পাসের সামনে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশ শেষে তারা কলেজ অধ্যক্ষের সরকারি বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা অবিলম্বে বাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবী জানান অধ্যক্ষের কাছে।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের শেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৩ সালে। এরপর ২০১১ সালে ছাত্র সংসদের বিকল্প হিসেবে তিন মাসের জন্য একটি অস্থায়ী ছাত্র কর্ম পরিষদ গঠন করে কলেজ কর্তৃপক্ষ। মেয়াদোত্তীর্ন হওয়ার পরও ওই কমিটির নির্বাচন দেয়া হয়নি। কমিটির নেতাদের নামে টেন্ডারবাজি, সন্ত্রাসী নানা অপকর্ম করার অভিযোগ রয়েছে।  

 

বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর