৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:৫৯

শিক্ষার্থীদের পর রুয়েটে এবার শিক্ষকদের ধর্মঘট

অনলাইন ডেস্ক

শিক্ষার্থীদের পর রুয়েটে এবার শিক্ষকদের ধর্মঘট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অবরোধের মুখে শিক্ষার্থীদের দাবি মেনে নিলেও আন্দোলন চলাকালীন উপাচার্য ও শিক্ষকদের সম্পর্কে সামাজিক যোগাযোগের মাধ্যমে (ফেসবুক) আপত্তিকর মন্তব্য ও অবরোধের অপমানের প্রতিবাদে এবার ধর্মঘটের ডাক দিয়েছেন শিক্ষকরা।

শিক্ষকদের জিম্মি করে দাবি আদায়ে উসকানিদাতা এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার সকাল থেকে তারা ধর্মঘট শুরু করেছেন।

এর আগে রবিবার সন্ধ্যায় শিক্ষক সমিতির এক সভায় এ ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। 

রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নীরেন্দ্রনাথ মুস্তাফী জানান, আন্দোলন চলাকালে শিক্ষকদের সঙ্গে বিভিন্নভাবে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। ফেসবুকে বাজে মন্তব্য করা হয়েছে। যা শিক্ষকদের জন্য মানহানিকর। তাই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

এর আগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন প্রথা বাতিল করে কর্তৃপক্ষ।

রুয়েটের বিদ্যমান ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে ২৮ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। সর্বশেষ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত উপাচার্যসহ প্রায় ২২ জন শিক্ষককে প্রশাসন ভবনে অবরুদ্ধ করে রাখে আন্দোলকারী শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর