শিরোনাম
১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৫২

সিকৃবির ৭ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

অনলাইন ডেস্ক

সিকৃবির ৭ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সাত মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছে। 

এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত কৃতি শিক্ষার্থীরা হলেন- ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স অনুষদের সাবেক ছাত্র এবং বর্তমান মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মতিউর রহমান, একই অনুষদের শিক্ষার্থী এ.এইচ.এম মুছলেহ উদ্দিন, কৃষি অনুষদের সাবেক ছাত্র এবং বর্তমান কৃষি সম্প্রসারণ ও শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ রুকুনুজ্জামান, একই অনুষদের শিক্ষার্থী কামরুন্নাহার মৌসুমী, মৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ছাত্র মো. আরিফুর রহমান, একই অনুষদের শিক্ষার্থী আরমিনা সুলতানা এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ছাত্র, বর্তমান কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. রশীদ আহমদ। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ২০০৬ সাল থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ দিয়ে আসছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর