Bangladesh Pratidin

ফোকাস

  • দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের নিজস্ব পারমাণবিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের অনুমতি দিয়েছে উত্তর কোরিয়া
  • সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত কিশোরী মুক্তামণি বুধবার সকালে মারা গেছে
  • সারা দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আট জেলায় 'বন্দুকযুদ্ধে' নিহত ৯
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেছেন, ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকটিও নাও হতে পারে
  • সুন্দরবনের ৩ জলদস্যু বাহিনীর ৫৭ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:১৮ অনলাইন ভার্সন
শাবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যবিরোধীদের জয়
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শাবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যবিরোধীদের জয়

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যবিরোধী প্যানেল জয়ী হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের নয়টিতে জয়ী হয়েছে উপাচার্যবিরোধী হিসেবে পরিচিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।

রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ শেষে রাত পৌনে ১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুশতাক আহমদ।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক’ প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক সৈয়দ সামসুল আলম, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মুহিবুল আলম, কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ- আল-হোসাইনী জয় লাভ করেছেন।

এছাড়া একই প্যানেল থেকে সদস্য পদে অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সহকারী অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক, করিমা বেগম, সাইফুল ইসলাম ও মোহাম্মদ আফজাল হোসেন নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, উপাচার্যপন্থী আওয়ামী-বাম হিসেবে পরিচিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ’ প্যানেল জয়লাভ করেছে দুটি পদে। এরা হলেন সহ-সভাপতি পদে অধ্যাপক ড. জহির বিন আলম ও সদস্য পদে অধ্যাপক ড. আখতারুল ইসলাম।

নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী’ প্যানেল থেকে কেউ নির্বাচিত হয়নি।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow