১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৫৮

ববির স্নাতকোত্তর শিক্ষার্থীদের বৃত্তি প্রবর্তনে সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ববির স্নাতকোত্তর শিক্ষার্থীদের বৃত্তি প্রবর্তনে সমঝোতা চুক্তি স্বাক্ষর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘জেবুন্নেছা স্কলার’ এবং ‘কাজী মাহবুবউল্লহ্ স্কলার’ বৃত্তি প্রবর্তনে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজো অফিসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক, ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ্ জনকল্যাণ ট্রাস্টের পক্ষে ট্রাস্টি বোর্ডের অন্যতম ডোনার সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস-চ্যান্সেলর ড. কাজী শহীদুল্লাহ’র উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় স্কলারশীপ হিসেবে শিক্ষার্থীদের জনপ্রতি মাসিক দেড় হাজার টাকা করে প্রদান করা হবে।

গত ৩১ জানুয়ারি বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ্ জনকল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টির ডোনার সদস্যদের সমন্বয় সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘জেবুন্নেছা স্কলার’ এবং ‘কাজী মাহবুবউল্লহ স্কলার’ বৃত্তি প্রবর্তনের সিদ্ধান্ত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর