১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:২২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ দুই কর্মকর্তার মুক্তি

অনলাইন ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ দুই কর্মকর্তার মুক্তি

দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা জামিনে মুক্তি পেয়েছেন। আজ সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহীদ জামান শিপু ও সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান মুক্তি পান।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই করে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে তাদের মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আনোয়ার হোসেন।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় গত সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে ওই তিনজন গ্রেফতার হন। পরদিন আদালতের মাধ্যমে তাদের কাশিমপুর করাগারে পাঠনো হয়। ওই মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক কাজী মো. শহীদুল্লাহ এবং বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ হোসাইনসহসহ মোট ১৩ জনকে আসামি করা হয়।


বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর