শিরোনাম
২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৫৮

ভাষা শহীদদের প্রতি রাবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ভাষা শহীদদের প্রতি রাবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাবি রিপোর্টার্স ইউনিটি সদস্যরা। এদিন সকাল ৯টায় ইউনিটির কার্যালয় রাকসু ভবনের সামনে থেকে একটি প্রভাত র‌্যালি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কায়কোবাদ খান, সাধারণ সম্পাদক হুসাইন মিঠু, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, প্রদীপ দাস, যুগ্ন সম্পাদক ফারুখ খান, দপ্তর সম্পাদক মর্তুজা নুর, সাংগাঠনিক সম্পাদক মাহফুজ মুন্না, সহ-সাংগাঠনিক সম্পাদক ইয়াজিম পলাশ, প্রচার সম্পাদক ফরিদ আহমেদ, প্রকাশনা সম্পাদক ইউনুস হৃদয়, সহ প্রচার সম্পাদক মমিনুর মমিন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অধরা মাধুরি পরমা, সহ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক উজ্জল সায়েম, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক জান্নাতুল মুমু ও সহ-ক্রীড়া সম্পাদক হাসান মাহমুদসহ অন্যান্য সদস্যরা।

শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনারের পশ্চিম পাশে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। সেখানে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হুসাইন মিঠু বলেন, ‘ফেসবুকে বিভিন্নভাবে বাংলা ভাষার বিকৃত ঘটানো হচ্ছে। বছরে শুধু একদিন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদ ও বাংলা ভাষাকে স্মরণ করলে চলবে না। জীবনের প্রতিটা মুহূর্ত ভাষা শহীদ ও বাংলা ভাষা মনের ভিতর লালন করতে হবে।

 

বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর