১৪ মার্চ, ২০১৭ ১৪:৩১
জমি কেনায় অনিয়ম

রাবি উপাচার্যসহ ৪ জনের বিরুদ্ধে রুল জারি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবি উপাচার্যসহ ৪ জনের বিরুদ্ধে রুল জারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গেস্ট হাউজের জমি ক্রয় সংক্রান্ত অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্টার ও কোষাধ্যাক্ষসহ ক্রয় কমিটির ৪ সদস্যের বিরুদ্ধে কেন তদন্তের নির্দেশ জারি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই রুল জারি করে।

স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জমি কেনা নিয়ে আর্থিক অনিয়ম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর সংযুক্ত করে গত ১২ মার্চ হাইকোর্টে এই রিট আবেদন করেন আসাদুজ্জামান নামে বিশ্ববিদ্যালটির এক সাবেক শিক্ষার্থী। তিনি বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিনুদ্দিন।


বিডি প্রতিদিন/১৪ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর